মোঃ আতাউর রহমান মুকুল, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
মানুষ চেনার সবচেয়ে বড় উপায় হলো তার কথা ও কাজের মিল। বর্তমান সমাজে আমরা প্রায়শই এমন মানুষ দেখতে পাই, যারা মুখে অতি মিষ্টি কথা বলে সবাইকে আকৃষ্ট করে, অথচ অন্তরে লুকিয়ে রাখে বিষাক্ত প্রতারণা ও কপটতা। এদেরকে অনেক সময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সতর্ক করা হয়েছে। ইসলাম ধর্মে বলা হয়েছে, ভণ্ড ও প্রতারক মানুষের সঙ্গে সতর্ক থাকতে, কারণ তারা শয়তানের অনুগত হয়ে সমাজে বিভ্রান্তি ছড়িয়ে দেয়।
প্রবাদে আছে— “মুখে মধু অন্তরে বিষ”। আজকের বাস্তবতায় এই প্রবাদের প্রতিফলন আমরা চারপাশে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। অনেক প্রতারক মানুষ তাদের মিষ্টি কথা দিয়ে সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলে স্বার্থ হাসিল করছে। ফলে সমাজে তৈরি হচ্ছে অনিশ্চয়তা ও অবিশ্বাসের পরিবেশ।
ধর্মীয় ও নৈতিক শিক্ষা আমাদের শেখায়, প্রকৃত মানুষ সেই, যার অন্তর যেমন, বাহিরও তেমন। তাই সমাজে এমন প্রতারক ও ভণ্ড মানুষকে চিহ্নিত করা ও তাদের থেকে দূরে থাকা প্রত্যেকের দায়িত্ব। অন্যথায় “মুখে মিষ্টি, অন্তরে বিষ” ধরনের ইবলিশপ্রবণ মানুষের কারণে সমাজের নৈতিকতা ও শান্তি নষ্ট হবে।
তাই সচেতন হোন, সাবধান হোন—মুখের মিষ্টি কথায় নয়, বরং চরিত্রের সত্যিকারের প্রতিফলনে মানুষকে বিচার করুন।