পেশায় পুলিশের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দায়িত্বশীলতার সঙ্গে নিয়মানুবর্তীতা আর শৃঙ্খলাবদ্ধ এই পেশায় নিজের মেধার সাক্ষরও রাখছেন। তবে ওসি বজলুর রশিদের পরিচয় ছাপিয়ে গেছে সমাজসেবামূলক মানবিক নানান কর্মকাণ্ডে।
এমন গুরুদায়িত্বের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জন্যও সর্বদা নিবেদিত প্রাণ তিনি। পাশাপাশি থানার মাঠের জমিতে বিভিন্ন প্রকার শাক-সবজি চাষবাসের মতো সৃষ্টিশীল কর্মেও সমান সক্রিয়।
দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত প্রান্তিক মানুষকে তাদের সঠিক মর্যাদায় প্রতিষ্ঠিত করতে কাজ করছেন। বিশেষ করে অসহায়, দরিদ্র, জনগৌষ্ঠীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে নানা ভূমিকা রেখে চলেছেন।
কর্মক্ষেত্রেও উজ্জ্বল সাক্ষর ওসি বজলুলর রশিদের। তার উদ্যোগে যুগান্তকারী নানা পদক্ষেপ পুলিশে এনেছে অনেক পরিবর্তনও। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দায়িত্ব সফলভাবে পালন করে আসা এই পুলিশ কর্মকর্তার পেশাগত সাফল্য তাকে নিয়ে গেছে ঈর্ষণীয় অবস্থানে।