
নিজস্ব প্রতিবেদক:
“যখন সাংবাদিকতায় এসেছি ২০০৭ সালে, তখন কাফনের কাপড় মাথায় নিয়ে নেমেছি। তাই সাধু সাবধান…” — এমনই সাহসী ভাষায় নিজের সাংবাদিকতা জীবনের সূচনা ও অঙ্গীকারের কথা তুলে ধরলেন বেসরকারি অনলাইন সাংবাদিক সংগঠন বসকো (বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ সংগঠন)-এর মহাসচিব ফয়সাল হাওলাদার।
২০০৭ সালের রাজনৈতিক অস্থিরতা ও সেনা-সমর্থিত সরকারের কঠিন সময়ে যখন গণমাধ্যম ছিল চরম নিয়ন্ত্রণে, তখনই তিনি সাহস করে পেশায় পা রাখেন। প্রতিকূল সময়ের বিপরীতে দাঁড়িয়ে তিনি সত্য তুলে ধরার ব্রত নেন। সাংবাদিকতায় তিনি বিশ্বাস করেন দায়বদ্ধতা, সততা ও সাহসিকতার ওপর।
ফয়সাল হাওলাদার বলেন —
আমি কোনো সুবিধা নেওয়ার জন্য এই পেশায় আসিনি। আমি এসেছি অন্যায়ের বিরুদ্ধে কলম চালাতে। সাংবাদিকতা আমার কাছে ব্যবসা নয়, এটা একটি রণক্ষেত্র। সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করাই আমার পেশাগত দায়িত্ব।”
তিনি আরও বলেন, “যারা এই পেশাকে অপব্যবহার করে ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে, তারা সাবধান হয়ে যান। যারা প্রেস লিখে ক্ষমতা দেখাতে চায়, তাদের উদ্দেশ্যে বলি — সাংবাদিকতার পবিত্রতা রক্ষা করুন, নইলে আপনাকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”
সাংবাদিকতা পেশায় সততা ও আত্মত্যাগ, বর্তমান সময়ের প্রেক্ষাপটে ফয়সাল হাওলাদারের মতো সাংবাদিকরা সাংবাদিকতা পেশার মূল আদর্শ ও মূল্যবোধ রক্ষা করে চলেছেন। সাংবাদিকদের বিভিন্ন হয়রানি, হামলা, এমনকি জীবনহানির ভয় উপেক্ষা করে তারা এখনো সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে মাঠে কাজ করছেন।
বসকো মহাসচিব ফয়সাল হাওলাদার জানান, সংগঠনের পক্ষ থেকে সারাদেশে সাংবাদিকদের অধিকার ও সুরক্ষার জন্য নিয়মিত কাজ করা হচ্ছে এবং অনৈতিকভাবে পরিচয় ব্যবহার করে সাংবাদিকতার নামে যারা ভুয়া কার্যক্রম চালায়, তাদের বিরুদ্ধেও সংগঠন কঠোর অবস্থানে রয়েছে।