মোঃ দেলোয়ার হোসাইন, স্টাফ রিপোর্টার;
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সুপরিচিত চিকিৎসক, সাংবাদিক, লেখক ও সংগঠক ডা. মোঃ আতাউর রহমান মুকুল সর্বসম্মতিক্রমে সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ডা. আতাউর রহমান মুকুল দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। তিনি জনপ্রিয় চিকিৎসা প্রতিষ্ঠান মিতা-মুকুল হোমিও হল এর প্রতিষ্ঠাতা। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি একজন সাংবাদিক ও লেখক হিসেবে সামাজিক অসঙ্গতি তুলে ধরছেন এবং সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সহকর্মী চিকিৎসকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার এসোসিয়েশন আরও সক্রিয়, শক্তিশালী ও জনকল্যাণমুখী ভূমিকা পালন করবে।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় ডা. আতাউর রহমান মুকুল বলেন, “এই দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং জনগণের প্রতি অঙ্গীকার। আমি সর্বোচ্চ চেষ্টা করব হোমিওপ্যাথি চিকিৎসাকে আরও বিস্তৃত করা এবং সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত সেবা পৌঁছে দিতে।”
সুন্দরগঞ্জ উপজেলায় হোমিওপ্যাথি চিকিৎসার মানোন্নয়নে তাঁর নেতৃত্ব একটি মাইলফলক হয়ে উঠবে বলে আশা করছেন স্থানীয়রা।