
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি কাটগড়া দ্বি—মুখী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী প্রামানিকের বিদায় সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের আয়োজনে সোমবার বিদ্যালয় চত্বরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নিবার্হী অফিসারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ মিঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন অবসর প্রাধান শিক্ষক মো. ইউনুছ আলী প্রামানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুর সবুর, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, কাঠগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মোছা. রওশন আরা বেগম, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মোজাম্মেল হক তোতা, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক এম এ গাফ্ফার মোল্লা, সবার্নন্দ ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আবু তাহের, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির মো. শফিকুল ইসলাম, অবসর সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ অবসর প্রধান শিক্ষকের বনাঢ্য জীবন নিয়ে নিয়ে ব্যাপক আলোচনা করে। পরে তার দীর্ঘায়ায়ু কামনা করেন দোয়া করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. একরামুল হক।
এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সুধীজনের পক্ষ হতে বিভিন্ন উপহার সামগ্রী তুলেদেন বিদায় শিক্ষকের হাতে।