ডা. মোঃ আতাউর রহমান মুকুল, প্রতিষ্ঠাতা, মিতা-মুকুল হোমিও হল
মানুষ ভালোকে প্রচারণা ভেবে দূরে সরাচ্ছে, প্রতারণাকে গ্রহণ করছে সত্য ভেবে
আজকের সমাজে একটি ভয়াবহ বাস্তবতা ক্রমেই দৃশ্যমান হচ্ছে। সমাজে যারা নিঃস্বার্থভাবে ভালো কাজ করে, যারা সত্যিকার অর্থে মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখে—তাদের কাজকে অনেকেই ‘প্রচারণা’ বা ‘নিজেকে বড় করার চেষ্টা’ বলে মনে করে। অথচ যারা প্রতারক, যারা রঙিন স্বপ্ন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে, তাদের মিথ্যা আশ্বাস ও কথার ফুলঝুরি অনেকেই সহজে বিশ্বাস করে বসে।
এই ভুল বোঝাবুঝি ও বাস্তবতার কারণে সাধারণ মানুষ বারবার প্রতারণার শিকার হচ্ছে। একদিকে প্রকৃত সৎ ও ভালো মানুষ নিরুৎসাহিত হচ্ছে, অন্যদিকে প্রতারক ও ভণ্ডরা সুযোগ নিচ্ছে সাধারণ মানুষের অজ্ঞতা ও আবেগের।
সামাজিক বিশ্লেষকদের মতে, মানুষের এই মানসিক প্রবণতা সমাজে একটি বড় সংকট তৈরি করছে। সৎ ও যোগ্য মানুষের স্বীকৃতি না থাকায় তারা পিছিয়ে যাচ্ছে, আর প্রতারণা সমাজে বেড়ে চলেছে ভয়াবহ হারে।
অতএব, মানুষকে সচেতন হতে হবে—ভালো মানুষ ও ভালো কাজকে সন্দেহ নয়, বরং উৎসাহ ও সমর্থন দিতে হবে। আর প্রতারকের রঙিন কথায় বিভ্রান্ত না হয়ে সত্য-মিথ্যা যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে। তবেই প্রতারণামুক্ত সমাজ গড়ে উঠবে।