নিজস্ব প্রতিবেদক;
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মহাসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় বাহিরগোলা মোড়ে আয়োজিত এ সমাবেশে উপজেলা ও পৌর এলাকার হাজারো নেতাকর্মী যোগ দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন এখন সময়ের দাবি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা কোনোভাবেই সম্ভব নয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সেক্রেটারি এডভোকেট মোঃ আলমগীর হোসাইন, পৌর জামায়াতের আমির অধ্যক্ষ মুহাঃ একরামুল হক, সাবেক পৌর মেয়র মোঃ নুরুন্নবী প্রামাণিক সাজু এবং জেলা ছাত্রশিবিরের বাইতুলমাল সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ ছামিউল ইসলাম।
বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। কিন্তু জনগণ আর ফাঁকা আশ্বাসে বিভ্রান্ত হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বাহিরগোলা মোড় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্লোগানে স্লোগানে মুখরিত এ মিছিলে নেতাকর্মীদের অংশগ্রহণে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।