
নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রংপুর মেডিকেল কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রত্যন্ত অঞ্চলের নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে সুন্দরগঞ্জ উপজেলার বামন্দাঙ্গা ইউনিয়নের মনমোহিনী বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্প প্রাঙ্গণে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
মেডিকেল ক্যাম্পে শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও বৃদ্ধ-বৃদ্ধাসহ সকল শ্রেণির মানুষ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে পান।
চিকিৎসা কার্যক্রমে রংপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক ও রেসিডেন্ট ডাক্তাররা সরাসরি অংশগ্রহণ করেন। ফলে গ্রামাঞ্চলের মানুষ সহজেই মানসম্মত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পান।
রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ডা. শাওন বলেন,
“অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়—এই লক্ষ্য নিয়েই আমাদের এই উদ্যোগ। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।”
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সিরাজুম মনিরা নামের এক নারী বলেন,
“এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের জন্য অনেক উপকারি। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গেলে বড় অঙ্কের টাকা লাগে, এখানে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পেয়ে আমরা কৃতজ্ঞ।”
স্থানীয় এলাকাবাসী ছাত্রশিবিরের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের দাবি জানান।