গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হলো। রবিবার বিকালে ঘগেয়া উচ্চ বিদ্যায়ল হল রুমে ঐতিহাসিক আয়োজনে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: ইউনুস আলী, সাধারণ সম্পাদক মো: শামিম মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মো:আনারুল ইসলাম। তাঁদের নেতৃত্বে ইউনিয়নের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বক্তারা।
শপথ বাক্য পাঠ করান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি বদরুল আমিন।
অনুষ্ঠানে গাইবান্ধা জেলা সেক্রেটারি মো: নয়ন মিয়া ও উপজেলা সেক্রেটারি হারুনুর রশিদ উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, শ্রমিক কল্যাণই হবে তাঁদের মূল অঙ্গীকার। সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শ্রমিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন তাঁরা।