দেলোয়ার হোসাইন, স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ৩ নং তারাপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি, শোভাযাত্রা ও কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
গত ১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এরই ধারাবাহিকতায় আজ তারাপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সম্মানিত আহ্বায়ক এইচ এম নাজমুল হুদা। তিনি বলেন, “বিএনপি এদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র ১নং যুগ্ম আহ্বায়ক মো: আতিকুর মিয়া।
শুভেচ্ছা বক্তব্যে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমদাদুল হক সাজু মিয়া বলেন, “বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে তারাপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারাপুরের মাটি বিএনপি’র ঘাঁটি।”
এছাড়াও উপস্থিত ছিলেন—ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: সবুজ সরকার বাবু,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডা. নুর মোহাম্মদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক হান্নান মুন্সী
সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেন নেতাকর্মীরা