কুমারখালী মাহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় চরসাদিপুর কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে পোশাক বিতরন করা হয়েছে।
এরপর কিশোর-কিশোরী ক্লাব সম্পর্কে সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষীকাকে আবহত করা হয়।উক্ত পোশাক প্রদান অনুষ্ঠানে আবৃত্তি শিক্ষক জনাব আরাফাত হোসেন ক্লাবের সদস্যদের মধ্যে বাল্যবিবাহ এর নানা কুফল ও মাদকের নানা ক্ষতিকর দিক তুলে ধরেন।
এ অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্যকে মাদক পতিরোধ ও বাল্যবিবাহ রোধের জন্য সপথ গ্রহন করানো হয়। এসময় ক্লাবের সদস্য মোছাঃ আখী খাতুন আমাদের জানান যে, সপ্তাহে দুই দিন তাদের আবৃত্তি ও সংগীত শিখানো হয় এবং এর পাশাপাশি তাদের ক্যারাটের প্রশিক্ষণ প্রদান করা হয়।
ক্লাবের সদস্যরা আরও জানান এই ক্লাব হতে তাদের পুষ্টিকর নাস্তা প্রদান করা হয়।এই ক্লাব এর মাধ্যমে তারা অনেক কিছু শিখতে ও জানতে পারে,যা পরবর্তীতে তারা তাদের অন্য বন্ধুদের নিকট বলে থাকেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]