রোববার (২০আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ। গত ৩১ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল।
জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পুনরায় ভুল না করার প্রতিশ্রুতিতে তাকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে যা আজ থেকে (২০আগস্ট) থেকে কার্যকর হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৩ নভেম্বর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় ছাত্র সমাজের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ইসমাইল হোসেন সাদ্দাম উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বী থাকায় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে রওশন আলম জামিল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]