'কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজ হাতে জীবন গড়ি" রংপুরের পীরগাছা উপজেলা ও গাইবান্ধার সুন্দরগঞ্জর প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে ঢাকা ইন্টারন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট চৌধুরানী শাখা কর্তৃক আয়োজিত এক সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার সকাল কলেজের অধ্যক্ষ মমতাজুর রহমানের সঞ্চালনায় অধ্যক্ষ রাকিব মোঃ হাদিউল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ শহিদুল কাদির পাটোয়ারী ভাইস চেয়ারম্যান টাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রধান আলোচক প্রকৌশলী মোঃ আব্দুস সামাদ,বিভাগীয় প্রধান সিভিল কনস্ট্রাকশন রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, দ্বিতীয় আলোচক প্রকৌশলী মোঃ ফারুক নাজমুল করিম প্রামানিক, বিভাগীয় প্রধান ইলেকট্রনিক্স রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ । এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চৌধুরানী ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন ।
এতে সুন্দরগঞ্জ উপজেলার ও পীরগাছা উপজেলার প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক ও অফিস সহকারী বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার মান উন্নয়নে দক্ষ জনশক্তি তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। বক্তারা আরো বলেন,স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। কলেজের প্রতিষ্ঠাতা ডঃ এম আই পাটোয়ারীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]