বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় চিরিরবন্দর উপজেলার ছোট হাসিমপুর রমন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের হলরুমে পারফর্মেন্স বেজড গ্রান্ডস ফর সেকেন্ডারী ইনস্টিটিউট স্কিম এর আওতায় ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান থেকে ওই বিদ্যালয়ের ভূমিহীন, গৃহহীন, অতি দরিদ্র,দু:স্থ, এতিম, প্রতিবন্ধী ও সিকস্তি পরিবারের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা, প্রতিবন্ধী/বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ফ্যাসিলিটি উন্নয়ন সহায়তা ও মাদকবিরোধী আলোচনা অভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সেসকল শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাবু মানস কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহি, এবি ফাউন্ডেশনের সিনিয়র কো-অর্ডিনেটর জয়ন্ত কুমার রায়, চিরিরবন্দর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নিখিল রঞ্জন রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দিতা রায়, প্রাক্তন প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায় সহ বিদ্যালয়টির সকল শিক্ষক-শিক্ষার্থীরা।