দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে ২য় শ্রেণীর ছাত্র মো. হামিম নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হামিম ওই গ্রামের মো. মুছা ইসলামের ছেলে।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের বান ভাসিপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কয়েকজন বাচ্চা মিলে বৃষ্টিতে ভিজছিল। সে সময় হামিম নামের ছেলেটি পা পিছলে পুকুরে পড়ে যায়। এ সময় অন্য বাচ্চাদের চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হামিমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত হামিমের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]