দিনাজপুর বিরামপুরে ছোট যমুনা নদিতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ (১৬ আগষ্ট-২৩) দিনাজপুর বিরামপুরে ২০২৩—২০২৪ মৎস্য অধিদপ্তর-এর রাজস্ব বাজেটের আওতায় বিরামপুর উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে
দিনাজপুর -৬ আসনের মাননীয় সংসদ সদস্য এমপি শিবলী সাদিকের দিকনির্দেশনায় উপজেলার নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে
উপজেলার অন্তর্ভুক্ত ছোট যমুনা নদিতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাননীয় সংসদ সদস্য এমপি শিবলী সাদিক,বিশেষ অতিথি ছিলেন বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু,বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী,বিরামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা সহ প্রমুখ গণ উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন,নিয়মিত ভাবে এমন উদ্যোগ গ্রহণ করলে এলাকার নদীতে মাছের উৎপাদন অনেক বেড়ে যাবে। পাশাপাশি নদীতে গভীর ও সারা বছর পানি থাকে এমন জায়গায় মাছের পোনা অবমুক্ত করণের উদ্যোগ নিলে মাছের অভয়ারণ্য তৈরি করা সম্ভব হবে। উল্লেখ্য,যমুনা ছোট নদীতে মাছ ধরার বিষয়ে সোচ্চার হওয়া প্রয়োজন।
তাই জেলেরা যেন অবৈধ ভাবে মাছ না ধরতে পারে সরকারি নির্দেশনার প্রতি সকলের লক্ষ্য রাখা একান্ত প্রয়োজন। উক্ত পোনা না ধরলে মাছ বড় হবে,পরবর্তীতে জেলেরাই উপকৃত হবেন। সরকার সব সময় জেলেদের পাশে আছেন। মাছের পোনা অবমুক্ত করার পর সরকারি কার্যক্রমে যেন বিঘ্ন না হয়,সব পোনা অবমুক্ত নজরদারিতে রাখা আমাদের পাশাপাশি সকলের নজরদারির একান্ত প্রয়োজন। যমুনা নদীর পানির গুণাগুণ ভালো হওয়ায় মাছ উৎপাদন বেশি হয়ে থাকে। তাই নিষেধের সময় মাছ ধরা বন্ধ করলে,মা মাছ রক্ষা পাবে এবং জেলেরা উপকৃত হবেন।