গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক মীরগঞ্জ শাখা’র আয়োজনে আলোচনা সভা দোয়া মাহফিল ও গাছের চারা বিতরন করা হয়েছে।
গত মঙ্গলবার বিকালে গ্রামীণ ব্যাংক মীরগঞ্জ শাখা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়।
শাখা ব্যাপস্থাপক সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গ্রামীণ ব্যাংক গাইবান্ধা সুুন্দরগঞ্জ শাখার এরিয়া ম্যানেজার আজম আলী, সুুন্দরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সামিউল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলার জামিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জুয়েল রানা, গ্রামীণ ব্যাংক মীরগঞ্জ শাখা’র সিনিয়র অফিসার মাহফুজার রহমান, মাঠকর্মী জাকির হোসেন, জাহিদ হোসেন,নুরনবী সরকার প্রমূখ। এরপর গ্রামীণ ব্যাংক চত্বরে সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করেন অথিতিরা।
এসময় গ্রামীণ ব্যাংক গাইবান্ধা সুুন্দরগঞ্জ শাখার এরিয়া ম্যানেজার আজম আলী বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক মাস ব্যাপি বিক্ষরোপন কর্মসূচি পালনের ৬ হাজার ২ শ ৪০ জন সদস্যদের মাঝে ৯০ হাজার ৯শ ৩০টি গাছের চারা বিতরন করা হবে। এ বিষয়ে কয়েকজন সুধীজনের সাথে কথা হলে তারা জানা, শোকের মাসে গাছ বিতরণ একটি মহতি উদ্যোগ । গ্রামীণ ব্যাংকের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।