গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের (নাম প্রকাশে অনিচ্ছুক) ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, আলিফ ঐ ব্যাক্তির কাছ থেকে ১৫০০০ হাজার টাকা নেয় কিন্তু সে প্রতি মাসে ঋণের সুদ পরিশোধ করলেও কমে নি তার অংকের টাকা। সুদ পরিশোধ করেও বাড়ছে সুদ পরিমাণ। প্রতি মাসে সুদের টাকা পরিশোধ করলেও দিনের পর দিন বেড়েই চলছে সুদের অংকের টাকা।
ভুক্তভোগী আলিফ জানান, আমি টাকা নিয়েছিলাম ১৫০০০/-,টাকা। ঐ সুদের টাকা নেয়া হয়েছিল অপারেশন এর জন্য। প্রতি মাসে সুদের টাকা পরিশোধ করার পরও হয়েছে ৪৫০০০/-। ঋণগ্রহীতা এখন খুব করুণ অবস্থায় আছে। যার কারণে এতগুলো টাকা পরিশোধ করতে পারছে না। ফলে মহাজন গ্রহীতাকে নানানভাবে অপমান, অপদস্ত, হুমকি ধামকি দিচ্ছে বলে জানা গেছে।
মসজিদ ডট লাইফ সংস্থাকে জানানো হলে, পাশে দাঁড়ানো আশ্বাস দিয়েছে বলে জানা গেছে এবং মসজিদ ডট লাইফ সংস্থাকেও বিস্তারিত জানানো হয়েছে, ৩ বছর আগে নেয়া ছিল ১৫০০০। অনেক সুদ দিয়েছে তবুও ৪৫০০০ হাজার পাবে।