২০১৮ সালে ৪৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত এই স্টেডিয়ামের মাঠ কোন ভৌতিক কারনে ৪ বছরেও খেলার উপযোগী হয়নি তা জানতে চায় স্থানীয়রা। চিরিরবন্দরের প্রান কেন্দ্রে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম থাকলেও আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় উপজেলা হইতে প্রায় ৮ কিলোমিটার দুরে সুখীপির মাঠে। অন্যদিকে অযত্ন ও অবহেলায় স্টেডিয়াম সহ মাঠের বেহাল দশা।
স্টেডিয়াম তৈরীর পর থেকে ৪ বছরে মাঠ পরিদর্শনে তেমন আসতে দেখা যায়নি সরকারি কর্মকর্তাদের। তবে চলতি বছরে মাঠের পুর্বপাশে লক্ষাধিক টাকার বালু ভরাট করে বাড়ানো হয় মাঠের আয়তন। কিন্তু কিইবা লাভ হয়েছে তাতে।
আজ ৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭৪ তম জন্মদিন উপলক্ষে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট হলো শহর হতে দূরে অবস্থিত সুকিপীর বিদ্যালয় মাঠে। অথচ পরে আছে লক্ষাধিক টাকার বালু ভরাটকৃত মাঠটি। ৪ বছরে অনেক স্থাপন ভেঙ্গে গেছে সরকারের ৪৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের। হয়তো কোন এক সময় ভাঙ্গা স্থাপনা গুলো সংস্কার করতে খরচ করা হবে সরকারের আরো লক্ষ লক্ষ টাকা।
পরিশেষে স্থানীয়রা দেখার অপেক্ষায় এই স্টেডিয়ামের প্রান ফেরার মুহুর্ত।