বাংলাদেশে সর্বপ্রথম মহিলা বাস সর্ভিস চালু হল
ফেনী পৌরসভায়।ফেনী পৌরসভার কান্ডারী মেয়র
নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও ফেনী জেলার লাখো মানুষের কান্ডারী জনাব নিজাম হাজারীর সহোযোগীতায় উদ্দোগটি হাতে নিয়েছেন।উদ্বোধনী
অনুষ্ঠানে তারা বলেন মহিলারা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এজন্যই এই বাস সার্ভিস চালু করা হল।
মহিলা বাস গুলোতে চালক ছাড়া হেলপার সুপার ভাইজার মেয়েরাই থাকবে।তবে মহিলা চালক পাওয়া গেলে পুরুষ চালককে বাদ দেয়া হবে।
এই সার্ভিসটি চালু হওয়াতে ফেনী পৌরসভার সকল
স্তরের নারীদের খুশীর ঢল নেমেছে।