তুচ্ছ ঘটনায় স্ত্রীর সাথে অভিমান করে ইউসুফ (২৮) নামের এক যুবক গলায় ওরনা পেছিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেল ৩টায় উপজেলার ৭নং শিবনগর ইউপির দক্ষিণ বাসুদেবপুর নয়া পাড়ায় নিজ ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ফারুক হোসেনের ছেলে ইউসুফ আলী (২৮) স্ত্রী হালিমা খাতুনের সাথে অভিমান করে আত্মহত্যা করে। বাড়ির লোকজন ঝলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। ইউসুফ আলী পেশায় হোটেল শ্রমিক ছিলো। তার ৪বছর ও ৭বছর বয়সী দুটি ছেলেও রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) ফরহাদ হোসেন জানান, পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#