আজ ৪ আগস্ট/২০২৩, শুক্রবার বিকেল ৪.০০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৯৮ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ- এর সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আসরে ছড়াকার কামরুজ্জামান দিশারীর প্রাণবন্ত উপস্থাপনায় লেখা পাঠ করেন রানা মাসুদ, তৈয়বুর রহমান বাবু, জাহিদ হোসেন, কামরুজ্জামান দিশারি, বিমলেন্দু রায়, দেলোয়ার হোসেন রংপুরী, আবিদ করিম মুন্না, মতিয়ার রহমান, নাহিদা ইয়াসমিন, কুশল রায়, মাহমুদ ইলাহী মন্ডল, নুর হাসান চান,গোলাম রব্বানী, রোমানুর রহমান রোমান,মৃণাল রায়, শাহনেওয়াজ, জাকির আহমেদ প্রমুখ । আসরের লেখাগুলো নিয়ে আলোচনা করেন কবি ও গীতিকার জাহিদ হোসেন ।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।