দিনাজপুরের ফুলবাড়ীর বিশিষ্ট চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ কাইয়ুম (৯১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তিনি মঙ্গলবার (১৩জুন) সকাল ৯টায় ঢাকার 'এভার কেয়ার হাসপাতালে' চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ পুত্রের মধ্যে এক ছেলে লন্ডন প্রবাসী ব্যারিস্টার, অন্যজন ডাক্তার ও ৭ মেয়ে যার মধ্যে ৪ জন ডাক্তার, ১জন প্রফেসর, ২ জন শিক্ষক রেখে যান।
তিনি ১৯৬৪ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর ১৯৬৬ সালে রাজশাহী মেডিকেলে প্রথম কর্মজীবন শুরু করেন। ১৯৬৭ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। তারপর তাঁর বাবার পরামর্শে সরকারি চাকরি ছেড়ে দিয়ে তিনি নিজ এলাকা ফুলবাড়ীতে চিকিৎসা সেবা শুরু করেন। বিশিষ্ট এই চিকিৎসকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধি সমাজ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]