মঙ্গলবার (৩০ মে) সকাল সদর উপজেলার বিছালী ইউনিয়নের খলিশাখালী আটঘরা শ্মশান এর কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে স্থানীয়রা আটঘড়া শাশান এর পাশে দেলবার গাজীর মরদেহ পড়ে থাকতে দেখে বিছালি ক্যাম্প পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে তার লাশ উদ্ধার করে।
নড়াইলে দেলবার গাজী (৫৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।।
নিহত দিলবার গাজী সদর উপজেলার মধুরগাতি গ্রামের শুকুর গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দেলবার গাজী গত সোমবার (২৯ মে) বিকালে তার নিজস্ব ড্যান চালানোর জন্য বের হন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বিছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আসমত আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে আমরা দেলবার গাজীর লাশ উদ্ধার করি। লাশের গলায় দাগ রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া তার ভ্যানটি পার্শ্ববর্তী অভ্যনগর উপজেলার বুনো গ্রামের ফাঁকা জায়গা থেকে উদ্ধার করে পুলিশ।