জাতীয় নৃত্য প্রতিযোগিতা সেরা নৃত্যশিল্পী হলেন ফাহিম রায়হান ও তার দল
মোঃ-মোফাজ্জল হোসাইন(পলাশ)
অনুষ্ঠিত হয়ে গেলো "মহান স্বাধীনতার ৫২ বছর পূর্তি উপলক্ষে"- নৃত্যাঙ্গণ এর আয়োজন এ " জাতীয় নৃত্য প্রতিযোগিতা -২০২৩।
প্রতিযোগিতায় "গ" শাখায় দলীয় লোকনৃত্যতে এবং মুক্তিযুদ্ধভিত্তিক এ ২টি ইভেন্টে সেরা দল ও সেরা নৃত্যশিল্পী স্থান অর্জন করেন মো. ফাহিম রায়হান ও তার দল এবং নৃত্য নিকেতন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো.নূরুল ইসলাম সুজন,এমপি, মাননীয় মন্ত্রী, রেল মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।বিশেষ অতিথি ছিলেন,লিয়াকত আলী লাকী মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি,আনজারী লিটন মহাপরিচালক বাংলাদেশ শিশু একাডেমি,নাসের ইকবাল যাদু বিশিষ্ট শিশু সংগঠক ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ সবুজ সেনা, মুনমুন আহমেদ দেশবরেণ্য নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক, এম. আর. ওয়াসেক দেশবরেণ্য নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য করেন- আতিকুর রহমান উজ্জ্বল - সাধারণ সম্পাদক, নৃত্যাঙ্গনণ। সভাপতিত্ব করেন - বিপুল চন্দ্র বিশ্বাস - সভাপতি, নৃত্যাঙ্গণ। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরন আয়োজন হয় - বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুন বাগিচায়। নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক
প্রতিষ্ঠাতা, সমাজ সেবক ও লিডার মো. ফাহিম রায়হানবলেন, তার এ অর্জনের জন্য তার নৃত্যগুরু ও দাদা, জুয়েল কুমার সরকার কে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আরো বলেছেন এ অর্জনের পিছনে তার নৃত্যগুরু অক্লান্ত পরিশ্রম ও সময় দিয়েছেন সব সময়। বলেছেন তার গুরু যাতে সব সময় দোয়া ও আর্শীবাদ করেন আর সব সময় যাতে তার দাদার সাথে ভালো কাজ করে যেতে পারেন। তিনি আরো ধন্যবাদ দিয়েছেন তার ফ্যামেলির সবাইকে। অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা দিয়েছেন এ প্রতিযোগিতায় তার দলের সদস্য ও স্টুডেন্টদের যথাক্রমে সামিয়া, আনিশা ও ঐশীকে তারও অনেক পরিশ্রম করেছে এ প্রতিযোগিতার জন্য।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]