চিরিরবন্দরে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপ
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি;
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২৮ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুনাল্ট চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা সহকারীর শিক্ষা অফিসার মতিয়ার রহমান সিদ্দিকী নিউটন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, প্রানি সম্পদ কর্মকর্তা সরফরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ, নূর এ কামাল, জাকির হোসেন, ত্রান ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিষয়ক সম্পাদক তপন মহন্ত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল তুহিন সরকার, ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার লিটন, ফতেজংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুনার,
বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এর আগে উপজেলার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আবুল হাসান মাহমুদ আলী এমপি, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।